Site icon Jamuna Television

আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ কর দেয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন ইলন মাস্ক

ছবি: সংগৃহীত।

আমেরিকার ইতিহাসে সর্বোচ্চ কর দেয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। ১১ বিলিয়ন ডলার কর দেয়ার ঘোষণা দিয়ে আলোচনার তুঙ্গে এ ধনকুবের।

রোববার (২১ ডিসেম্বর) এক টুইট বার্তায় এসব তথ্য জানান মাস্ক। রাজস্ব খাতে এটিই সবচেয়ে বেশি ট্যাক্স দেয়ার ঘটনা বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে, নিজ প্রতিষ্ঠান টেসলার ১৪ বিলিয়ন ডলার বিক্রি করে দেন তিনি। বর্তমানে ১ ট্রিলিয়ন ডলার নিয়ে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক।

আরও পড়ুন: মানুষের মাংস খেলে সারবে রোগ! হত্যাকাণ্ডের তদন্তে মানুষখেকোর সন্ধান পেল পুলিশ

অবশ্য, গত ১৫ ডিসেম্বর এক টুইট বার্তায় ইলন মাস্ক ঘোষণা দিয়েছিলেন, আমি এ বছর আমেরিকার ইতিহাসে যেকোনো নাগরিকের চেয়ে বেশি কর দেবো।

Exit mobile version