Site icon Jamuna Television

পঞ্চপাণ্ডবের কি উপরে উপরে খাতির আর ভেতরে ভেতরে সমস্যা?

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন অবদান রেখে দলের পারফরমেন্সকে বিশ্বমানে উন্নীত করার জন্য মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহকে একত্রে বলা হয় ‘পঞ্চপাণ্ডব’। তবে এবার প্রখ্যাত সাংবাদিক উৎপল শুভ্রকে দেয়া সাকিব আল হাসানের এক সাক্ষাৎকারে অনেকটাই যেন স্পষ্ট হয়েছে যে, পঞ্চপাণ্ডবের মাঝে উপরে উপরে খাতির থাকলেও ভেতরে রয়েছে সমস্যা।

সাক্ষাৎকারটিতে ওয়ানডে ফরম্যাটের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান পঞ্চপাণ্ডবের মাঝে নিজেকে এগিয়ে রেখেছেন বাকিদের চেয়ে। বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব অভিধাটি এসেছে মহাভারতের পাঁচ পাণ্ডু পুত্র থেকে। পাণ্ডুর পুত্র হিসেবে পাঁচ ভাইকে একসাথে ডাকা হতো ‘পঞ্চপাণ্ডব’ নামে। অনেকটা রূপক অর্থেই, বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘদিন অবদানের জন্য মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, রিয়াদকে একত্রে পঞ্চপাণ্ডব ডাকা হয়। তবে জনপ্রিয় সাংবাদিক উৎপল শুভ্রকে দেয়া সাক্ষাৎকারটিতে সাকিব স্পষ্ট বলেছেন, প্রথম পাণ্ডব তিনি, এরপর বাকিরা।

ছবি: সংগৃহীত

উৎপল শুভ্রের সাথে আলাপচারিতায় সাকিব আল হাসান কোচিং স্টাফ থেকে শুরু করে কথা বলেছেন অনেক কিছু নিয়েই। কিন্তু এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে সাকিব আল হাসানের মন্তব্যটি ঘিরে। আন্তর্জাতিক ক্রিকেটে অর্জনের দিকে থেকে সাকিব অন্যদের থেকে অনেকটাই এগিয়ে আছেন। পারফরমেন্স কিংবা জনপ্রিয়তা, দুদিক থেকেই সাকিব নিঃসন্দেহে এগিয়ে। সে কারণেই হয়তো পঞ্চপাণ্ডব শীর্ষক ব্র্যাকেটে অন্যদের সাথে এক নিঃশ্বাসে তার নাম উচ্চারিত হওয়াটা সাকিব আল হাসানের পছন্দ না-ই হতে পারে।

বয়স, পরিপক্বতা, দীর্ঘদিন খেলা, ওয়ানডে দলের অনুপ্রেরণাদায়ী অধিনায়ক হিসেবে দারুণ পারফরমেন্সের জন্য মাশরাফী বিন মোর্ত্তাজার নামও আসতে পারে সবার আগে, উৎপল শুভ্রের এমন মন্তব্যের জবাবে সাকিব বলেন, তিনি তা মনে করেন না।

ছবি: সংগৃহীত

সাংবাদিক উৎপল শুভ্র এরপর তামিম ইকবালের সাথে সাকিব আল হাসানের সম্পর্কের অবনতির প্রসঙ্গে বলেন, দুজন আগে সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। আর এখন নাকি এই দুই ক্রিকেটারের সম্পর্ককে কোনোভাবেই ভালো বলা যায় না। এই ঘটনা বাংলাদেশ ক্রিকেটের ক্ষতির কারণ হয়েছে কিনা তা সাকিব আল হাসানকে জিজ্ঞেস করেন উৎপল শুভ্র। জবাবে তারকা অলরাউন্ডার সাকিব বলেন, ক্রিকেটারদের কাজ কেবল খেলা। যার যা কাজ সে সেটা করতে পারলেই আর এসব নিয়ে কথা ওঠে না।

তবে উৎপল শুভ্র এরপর সাকিবের কাছে জানতে চান, আপনাদের উপরে উপরে খুব খাতির, ভেতরে ভেতরে সমস্যা, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতির কারণ হয়েছে। আপনি কি একমত? সাকিব আল হাসান জবাবে জানান, তিনি একমত।

আরও পড়ুন: পাপনের সাথে দূরত্বের কারণেই সরে দাঁড়াচ্ছেন আকরাম?

Exit mobile version