Site icon Jamuna Television

ভারতে ২০০ ছাড়ালো ওমিক্রনের সংক্রমণ

ছবি: সংগৃহীত।

ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য দেয়া হয়েছে। শনাক্তদের মধ্যে এরই মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ জন। খবর এনডিটিভির।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, মহারাষ্ট্র ও দিল্লিতে সবচেয়ে বেশি সংখ্যক ওমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া তেলেঙ্গানাতে ২০ জন, কর্নাটকে ১৯ জন, রাজস্থানে ১৮ জন, কেরালায় ১৫ জন এবং গুজরাটে শনাক্ত হয়েছে ১৪ জন।

মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩২৬ জন করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৪৫৩ জন। এই সংখ্যা বিগত ৫৮১ দিনের মধ্যে সবচেয়ে কম দৈনিক সংক্রমণ হলেও আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন।

এখন পর্যন্ত ভারতে মোট করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লাখ ৫২ হাজার ১৬৪। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ লাখ ৪৮হাজার ৭।

এসজেড/

Exit mobile version