Site icon Jamuna Television

চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে ফটিকছড়ি বিএনপির প্রতিনিধি সভায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন নেতাকর্মী।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকালে নগরীর নাসিমন ভবনে নগর বিএনপি কার্যালয় চত্বরে ফটিকছড়ি বিএনপির দুই নেতা আজিম উল্লাহ বাহার এবং সরওয়ার আলমগীরের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কর্মী সম্মেলনকে সামনে রেখে আয়োজিত প্রতিনিধি সভায় প্রবেশ করাকে কেন্দ্র করেই মূলত ঘটনার সূত্রপাত। দুই নেতার অনুসারীদের চেয়ার ছোঁড়াছুঁড়ি, মারামারির কারণে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং উত্তর জেলা বিএনপি নেতাদের সামনেই ঘটে সংঘর্ষের ঘটনা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: মোটরসাইকেল চুরি করে অনলাইন প্লাটফর্মে বিক্রি, আটক ৩

জেডআই/

Exit mobile version