Site icon Jamuna Television

তীব্র বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে আবিদ আলি

ছবি: সংগৃহীত

তীব্র বুকে ব্যথা নিয়ে মাঠ থেকে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি। বিষয়টি নিশ্চিত করেছেন টিম ম্যানেজার আশরাফ আলি।

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় আবিদ আলি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) কায়েদ-এ-আজম ট্রফির শেষ রাউন্ডের ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৩৪ বছর বয়সী এই ওপেনার। করাচির ইউবিএল ক্রিকেট গ্রাউন্ডে খাইবার পাখতুনখওয়ার বিপক্ষে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে মাঠে নামেন আবিদ। ব্যাটিং এ নেমে দু’বার বুকে ব্যথার কথা বলেন তিনি। এরপর ব্যক্তিগত ৬১ রানের সময় ফিরে যেতে হয় তাকে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়েছেন রাফায়েল নাদাল

পিসিবি একটি বিবৃতিতে জানিয়েছে, আবিদকে অবিলম্বে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার করোনারি সিনড্রোম নির্ণয় করা হয়েছে। আবিদ এখন কনসালটেন্ট কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে আছেন, যিনি পিসিবির মেডিকেল টিমের সাথে যোগাযোগ করছেন।

আরও পড়ুন: ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন শোয়েব মালিকের ভাতিজা

Exit mobile version