Site icon Jamuna Television

‘নিজেকে আবেদনময়ী করে তুলতে কঠোর পরিশ্রম করতে হয়েছে’

ছবি: সংগৃহীত

আমি ভালো চরিত্রে অভিনয় করেছি, নেতিবাচক চরিত্রেও অভিনয় করেছি। আমি মজার চরিত্র করেছি, আবার গুরুগম্ভীর চরিত্রেও অভিনয় করেছি। আবার চ্যাট শো-ও উপস্থাপনা করেছি। প্রত্যেকটি কাজ-ই ভালোভাবে করার জন্য আমি পরিশ্রম করেছি। কিন্তু পর্দায় নিজেকে আবেদনময়ী করে তুলতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ— ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে এমন চিঠি লিখেছেন সামান্থা প্রভু।

সম্প্রতি ব্যক্তিগত বিষয়ে বেশ আলোচনায় আছেন এই অভিনেত্রী। এবার পেশাগত কারণেও উঠে এলেন আলোচনায়। অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার একটি আইটেম গানে দেখা গেছে সামান্থা প্রভুকে। আর তাতে ভক্তদের একাংশ সামান্থাকে প্রশংসায় ভাসিয়েছেন। কিন্তু অনেকেই আবার তার এই নতুন রুপ নিয়ে হতাশ। মূলত প্রশংসা পাওয়া ভক্তদের উদ্দেশে সামান্থার এ চিঠি।

যদিও প্রথমে এই আইটেম গানের প্রস্তাব গ্রহণ করতে চাননি সামান্থা। কিন্তু সিনেমার পরিচালক সুকুমারের অনুরোধে শেষমেশ রাজি হন তিনি।

Exit mobile version