Site icon Jamuna Television

কারিনা অসুস্থ, তৈমুরের জন্মদিনে কেক নিয়ে হাজির বড় বোন সারা

ছবি: সংগৃহীত।

করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ কারিনা কাপুর। নিজেকে তাই কোয়ারেন্টাইনে রেখেছেন সাইফ পত্নী। এদিকে কারিনা-সাইফের বড় ছেলে তৈমুর আলী খানের পঞ্চম জন্মদিন। এমন দিনে মায়ের অভাব ভোলাতে ছোট ভাই তৈমুরের জন্য কেক নিয়ে হাজির হয়েছেন বোন সারা আলী খান। পরে বাবা ও ভাইকে নিয়ে সেই কেকও কেটেছেন এই বলিউড অভিনেত্রী।

বাবা-ভাইয়ের সাথে উদযাপনের সেই মুহূর্ত ফ্রেমবন্দিও করেছেন সাইফ কন্যা। ইনস্টাগ্রামে সেই ছবি আপলোডও করেছেন।তাতে ভক্তরা আশীর্বাদ জানিয়েছেন বোন ও ভাইকে। ছেলের জন্মদিনে সাদা পোশাকে দেখা গেছে সাইফ আলী খানকে। সূত্র: আনন্দবাজার।

আরও পড়ুন: সাংবাদিকের জন্যই মায়ের কাছে মিথ্যা বলে পার পাননি সারা

কেক কাটার সময় ছোটভাইয়ের হাত ছাড়েননি বড় বোন। কেক কেটেছেন নিজেই। একইসাথে পরম মমতায় ধরে রেখেছেন ভাইয়ের হাতও। একদিনের জন্য যেন কারিনার ছায়া হয়ে উঠেছিলেন সারা আলি খান।

জেডআই/

Exit mobile version