Site icon Jamuna Television

মাদককাণ্ডে শ্রদ্ধাকে সাহায্য করেছে সুকেশ, ইডি’র জিজ্ঞাসাবাদে নতুন তথ্য ফাঁস

শ্রদ্ধা ও সুকেশ। ছবি: সংগৃহীত।

বলিউডের অনেক তারকার সঙ্গে পরিচয় ছিল ২০০ কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর কাছে সেই কথা স্বীকার করেছে সুকেশ নিজেই। জ্যাকলিন ফার্নান্দেজ তো বটেই, সুকেশের পরিচিতদের তালিকায় রয়েছেন বলিউডের আরও দুই নায়িকা শ্রদ্ধা কাপূর এবং শিল্পা শেঠি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

জিজ্ঞাসাবাদে সুকেশ জানিয়েছে, ২০১৫ সাল থেকে শ্রদ্ধার সঙ্গে তার পরিচয়। গত বছর সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদককাণ্ডে যখন মাদক নিয়ন্ত্রক সংস্থা (এনসিবি) শ্রদ্ধাকে তলব করে, তখনও নাকি তাকে সাহায্য করেছিলেন সুকেশ। শুধু তাই নয়, পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার শর্তসাপেক্ষ জামিনের জন্য শিল্পার সঙ্গে যোগাযোগ করে সে। বলিউডের এক সময়ে নায়ক হরমন বওয়েজার সঙ্গে ‘ক্যাপ্টেন’ নামে একটি ছবি প্রযোজনার পরিকল্পনাও ছিল তার। সেই ছবির মুখ্য চরিত্রের জন্য ভাবা হয়েছিল কার্তিক আরিয়ানকে।

আরও পড়ুন‘দেবর’কে বিয়ে করছেন ঈপ্সিতা!

কয়েকদিন আগে জ্যাকলিন এবং নোরা ফাতেহিকে জেরা করে ইডি। কেন্দ্রীয় ওই সংস্থা সূত্রে জানা গেছে, সুকেশের কাছ থেকে অনেক মূল্যবান উপহার পেয়েছিলেন এই নায়িকারা।

Exit mobile version