Site icon Jamuna Television

সৌদিতে গানের অনুষ্ঠানে ৭ লাখ দর্শক, ছিল অবাধে নাচ-গানের সুযোগ

ছবি: সংগৃহীত

সৌদি আরবে চার দিনব্যাপী আয়োজিত এক সঙ্গীত উৎসবের অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক ৭ লাখের বেশি দর্শকের সমাবেশ ঘটেছে। খবর জাকার্তা পোস্টের।

রক্ষণশীল ভাবমূর্তি পরিবর্তন করতে ও অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে সৌদির নেতাদের প্রচেষ্টার প্রেক্ষিতে সঙ্গীত ও নাচের অনুষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার মাত্র কয়েক বছর পর দেশটিতে ইলেকট্রনিক মিউজিক ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুপারস্টার ফরাসি ডিজে ডেভিড গুয়েটাসহ আন্তর্জাতিক বিনোদনকারী ও সঙ্গীতশিল্পীরা এ অনুষ্ঠানে পারফর্ম করেন। রোববার (১৯ ডিসেম্বর) উৎসবটি শেষ হওয়ার পর থেকেই দেশটিতে ওমিক্রন ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পর্যন্ত মধ্যপাচ্যের আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবে কোভিড আক্রান্ত হয়ে সর্বাধিক ৮,৮৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষের প্রধান তুর্কি আল-শেখ বলেছেন, বিশ্বের অন্যতম বৃহত্তম চার দিনের এ সঙ্গীত উৎসবটিতে ৭৩২,০০০ মানুষ যোগ দিয়েছিলো। ২০১৯ সালে উৎসবটি চালু হওয়ার পর থেকেই বিশাল জনসমাগম হয়ে আসছে। এই উৎসবে আগত অধিকাংশই যুবক ও যুবতী অবাধে পশ্চিমা সঙ্গীতের সঙ্গে নাচতে পারে।

উৎসবে যোগদানকারী একজন সৌদি নারী বলেন, অংশগ্রহণকারীদের ভিড়, সঙ্গীত, ভিআইপি কক্ষ এবং অপ্রচলিত পোশাক পরিধান করার মতো দৃশ্য আমরা রিয়াদে এর আগে আর দেখিনি।

Exit mobile version