Site icon Jamuna Television

মালয়েশিয়ার বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৭, গৃহহীন ৭০ হাজার

ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় প্রবল বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭। প্রবল বন্যায় এখন পর্যন্ত গৃহহীন হয়েছেন কমপক্ষে ৭০ হাজার মানুষ।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দাবি, জলাবদ্ধতা কমে আসায় নিত্যনতুন জায়গায় মিলছে নিখোঁজদের মরদেহ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাহাং রাজ্যে বাস্তুচ্যুত ৪২ হাজারের বেশি মানুষ। অস্থায়ী শরণার্থী কেন্দ্র ছাড়াও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কমিউনিটি সেন্টারে তারা আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: দু’দিনে লিবিয়ায় নৌকাডুবিতে নিহত প্রায় ২০০ অভিবাসনপ্রার্থী

বন্যায় মালয়েশিয়ার সেলাঙ্গোর প্রদেশও বিধ্বস্ত। দুর্যোগে এই রাজ্যে গৃহহীন হয়েছেন ২৩ হাজারের বেশি মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। পানিতে ডুবে গেছে ফসলের বিস্তীর্ণ জমি।

বুধবার (২২ ডিসেম্বর) পর্যন্ত বিভিন্ন প্রদেশ-লোকালয়ে ভারী বৃষ্টিপাত এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অধিদফতর। গত সপ্তাহ থেকে তুমুল বৃষ্টি, বন্যা-ভূমিধসে বিপর্যস্ত মালয়েশিয়ার ৮টি রাজ্য।

এসজেড/

Exit mobile version