Site icon Jamuna Television

স্মিথের ২৪ ডলারের আত্মজীবনী এখন ২ ডলারে বিক্রি!

একদিনের ব্যবধানে ‘হিরো থেকে জিরো’-তে পতিত হয়েছেন অস্ট্রেলিয়ার সদ্য সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। খেলার মাঠে বল টেম্পারিংয়ের কারণে পদ হারিয়েছেন, এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সব ধরনের ক্রিকেট থেকে, সমালোচনা সইতে হচ্ছে একসময়ে ভক্তদের কাছ থেকে।

সর্বশেষ বিতর্কের ধাক্কা এসে লেগেছে তার আত্মজীবনীমূলক বইটিতেও! মাত্র ক’দিন আগেও ‘দ্য জার্নি’ শীর্ষক স্মিথের লেখা বইটি ছিলো অনেকের কাছে হটকেক। বিক্রি হচ্ছিল ২৪ ডলারে।

ডেইলি মেইল শুক্রবার একটি ছবি প্রকাশ করেছে যাতে দেখা যাচ্ছে, একটি দোকানে বইটির মূল্য এখন মাত্র ২ ডলার হাঁকা হচ্ছে এখন। সেলফে রাখা বইয়ের নিচে দু’টি ‘প্রাইস ট্যাগ’ ঝুলছে। একটিতে ২৪ ডলার লেখা থাকলেও নতুন আরেকটি ‘প্রাইস ট্যাগে’ ‘ক্লিয়ারেন্স’ লিখে দাম লেখা হয়েছে মাত্র ২ ডলার। সামাজিক মাধ্যমে ছবিটি ভাইরাল হয়ে গেছে।

আরেকটি ছবি দেখা যাচ্ছে, এক বইয়ের দোকানে স্মিথের বইটি ‘ট্রু ক্রাইম’ (সত্যিকারের অপরাধ) সেকশনে রেখেছেন দোকানি।

Exit mobile version