Site icon Jamuna Television

এবার করোনার টিকার চতুর্থ ডোজ দেবে ইসরায়েল

ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন যখন বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে সেই মুহূর্তে ইসরায়েল সরকার ঘোষণা দিলো ভ্যাকসিনের চতুর্থ ডোজ প্রয়োগের। দেশটির বয়স্ক ও ঝুঁকিতে থাকা নাগরিকদের সুরক্ষা দিতে টিকার চতুর্থ ডোজ দেবে সরকার।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দেশটির করোনাভাইরাস বিশেষজ্ঞ প্যানেলের সুপারিশক্রমে প্রধানমন্ত্রী অফিস এই ঘোষণা দেয়। খবর সিএনএন’র।

দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই সুপারিশকে স্বাগত জানিয়ে বলেন, এই টিকা আমাদেরকে ওমিক্রনের হাত থেকে রক্ষা করবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলে মঙ্গলবার পর্যন্ত অন্তত ৩৪১ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। মঙ্গলবারই প্রথম একজন ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা গেছেন। ওমিক্রনে আক্রান্ত দুই তৃতীয়াংশেরই কোভিডের পূর্ণ টিকা দেয়া হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, শিশুদের ৭০ শতাংশ অন্তত একটি টিকা পেয়েছে। যে ক্লাসগুলোতে টিকাপ্রাপ্ত শিশুর সংখ্যা কম তাদের ক্লাস হবে অনলাইনে।

উল্লেখ্য, এখন পর্যন্ত দেশটিতে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৩ লাখের বেশি মানুষ। আর মারা গেছেন ৮ হাজারের বেশি।

Exit mobile version