Site icon Jamuna Television

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৩২ জেলায় বিএনপির সমাবেশ

ফাইল ছবি।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আজ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ৩২ জেলায় সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।

প্রথম দিনে আজ বুধবার (২২ ডিসেম্বর) টাঙ্গাইলে, যশোরে, দিনাজপুরে, বগুড়ায়, হবিগঞ্জে সামবেশ হবে। তবে ইউপি নির্বাচনের কারণে ব্রাহ্মণবাড়িয়ার বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি প্রশাসন। এসব কর্মসূচিতে দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বিকেলে টাঙ্গাইলের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি থাকবেন। হবিগঞ্জের সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, বগুড়ার সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায়, দিনাজপুরে নজরুল ইসলাম খান।

Exit mobile version