Site icon Jamuna Television

‘একজন যদি ১০টা করে ভোট দেন তাহলে আমাদের ভোটের অভাব হবে না’ (ভিডিও)

ছবি: সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বর কুমিল্লার ৩ উপজেলার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে ব্রাহ্মণপাড়া উপজেলায় পছন্দের প্রার্থীকে জেতাতে চেয়ারম্যান আবু জাহেরের বিতর্কিত বক্তব্য ভাইরাল হয়েছে ফেসবুকে।

মালাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল উঠান বৈঠকে তিনি বিদ্রোহী প্রার্থীকে জেতাতে করণীয় বাতলে দেন নেতাকর্মীদের।

চেয়ারম্যান আবু জাহের বলেন, চাঁদাবাজ ও অবৈধ টাকার কারণে আমাদের এমপি নৌকা মনোনয়ন দিতে পারেনি। আমরা প্রমাণ করে দিবো, নৌকার মাঝি খারাপ। নৌকার মাঝি রাজাকার, নৌকা যাবে পাকিস্তান। তাই আমি মনে করি, এডভোকেট জাহাঙ্গীরকে ভোট দিয়ে মালাপাড়াবাসী প্রমাণ করে দিবে আমরা ভদ্রলোককে জিতিয়েছি।

তিনি আরও বলেন, একজন লোক যদি ১০টা করে ভোট দেন তাহলে ভোটের অভাব হবে না আশা করি।

Exit mobile version