Site icon Jamuna Television

বন্ধ হয়ে যাচ্ছে ফেসবুকে চাকরির বিজ্ঞাপনের সুবিধা!

ছবি: সংগৃহীত

বন্ধ হয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অন্যতম ফিচার ‘ফেসবুক জবস’। আগামী বছরের ২২ ফেব্রুয়ারি থেকে ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠান আর ফেসবুকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারবে না।

সম্প্রতি ফেসবুক এবং এর সহযোগী সংস্থাগুলির মূল সংস্থা ‘মেটা’ এক ব্লগ পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফিচারটি যুক্তরাষ্ট্র ও কানাডা শুধুমাত্র এই দুইটি দেশে চলমান থাকবে বলে জানায় সংস্থাটি।

ব্লগ পোস্টে মেটা জানায়, বর্তমানে যেসব ফেসুবক গ্রুপ ‘জবস’ ধরন ব্যবহার করছে সেই গ্রুপগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘সাধারণ’ ধরনে পরিবর্তিত হয়ে যাবে। জবস পার্টনার এপিআইও (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) ব্যবহার করা যাবে না। যদিও সেবাটি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা। সেজন্য তাদেরকে ফেসবুক ওয়েব ব্রাউজার থেকে ব্যবহার করতে হবে। এমনকি তারা তাদের চাকরির বিজ্ঞপ্তিটি ফেসবুকে ‘বুস্ট (বিজ্ঞাপন)’ করতে পারবেন।

Exit mobile version