Site icon Jamuna Television

দাবি আদায়ে বিএনপির কৌশলে পরিবর্তন দরকার: নোমান

আব্দুল্লাহ আল নোমান। ফাইল ছবি।

দাবি আদায় করতে হলে বিএনপিকে অবশ্যই আন্দোলনের কৌশল পরিবর্তন করতে হবে। এমন মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

আজ বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপির সিনিয়র এই নেতা।

আব্দুল্লাহ আল নোমান বলেন, শক্তিহীনভাবে রাজপথে থাকলে খালেদা জিয়ার মুক্তি মিলবে না। এমনকি পূরণ হবে না নিরপেক্ষ সরকারের দাবিও।

আরও পড়ুন:  খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৩২ জেলায় বিএনপির সমাবেশ

আলোচনা সভায় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। অভিযোগ করেন, অন্যায়ভাবে খালেদা জিয়কে বন্দি করে রেখেছে সরকার। ব্যাহত করা হচ্ছে উন্নত চিকিৎসা। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, শক্ত আন্দোলন ছাড়া বিএনপির হাতে কোনো বিকল্প নেই।

জেডআই/

Exit mobile version