Site icon Jamuna Television

বুস্টার ডোজ নিতে নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই: ডা. সেব্রিনা ফ্লোরা

গাজীপুর প্রতিনিধি:

করোনা টিকার বুস্টার ডোজ নিতে নতুন করে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে গণমাধ্যমকর্মীদের সাথে এসব কথা বলেন তিনি।

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, সুরক্ষা অ্যাপস এর সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে খুব শীঘ্রই সারাদেশে ২য় ডোজ নেওয়া মানুষের কাছে বুস্টার ডোজের জন্য এসএমএস চলে যাবে। বুস্টার দিতে টিকার কোনো সংকট দেখা দিবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেওয়া মানুষ বুস্টার ডোজ পাবে।

আরও পড়ুন: হবিগঞ্জে পুলিশের সাথে বিএনপি সমর্থকদের সংঘর্ষ চলছে

এসময় স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশনের সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওই কারাখানার তিন হাজার শ্রমিককে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ টিকা দেয়া হয়।

জেডআই/

Exit mobile version