Site icon Jamuna Television

আমরা করোনার সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি: বিল গেটস

ছবি: সংগৃহীত

করোনার নতুন ধরন ওমিক্রন ভ্যারিয়েন্টের ভয়াবহতা নিয়ে সবাইকে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। এ বিষয়ে দফায় দফায় টুইট করছেন মার্কিন অন্যতম শীর্ষধনী। তার আশঙ্কা, এই মহামারি পরিস্থিতি ভয়াবহ দিকে যাচ্ছে।

বিল গেটস মনে করেন, বিশ্বব্যাপী ওমিক্রন ভ্যারিয়েন্ট যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে সমগ্র বিশ্ব হয়তো করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিজের আসন্ন ছুটির পরিকল্পনাও বাতিল করেছেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে পোস্ট করা এক টুইটে একথা জানান বিল গেটস।

টুইটারে দেয়া বার্তায় তিনি আরও বলেন, আমার ঘনিষ্ঠ বন্ধুরা একের পর এক করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। তাই পরিস্থিতির কথা মাথায় রেখে তার অনুসারীদের পরামর্শ দিয়ে বলেন, আমাদেরকে বুঝতে হবে যে, আমরা করোনা মহামারির সবচেয়ে খারাপ অংশে প্রবেশ করতে পারি।

উল্লেখ্য, এমন এক সময় বিল গেটস এই সতর্কবার্তা দিলো, যখন যুক্তরাষ্ট্রে ওমিক্রন প্রভাব বিস্তার করা শুরু করেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে ওমিক্রনের সংক্রমণ ৩ থেকে বেড়ে ৭৩ শতাংশ হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, গত এক সপ্তাহে দেশটিতে নতুন শনাক্ত করোনা রোগীদের মধ্যে ৭৩ দশমিক ২ শতাংশই ওমিক্রন ধরনে সংক্রমিত।

Exit mobile version