Site icon Jamuna Television

খুন করে মসজিদে আজান দিয়েছেন মুয়াজ্জিন, র‍্যাবের হাতে গ্রেফতার চিল্লায়

খুন করে আত্মগোপনে চিল্লায় গিয়েছিলো খুনি। এরপরও হয়নি শেষ রক্ষা। কিশোরগঞ্জ সদরের রমিজ উদ্দিন হত্যাকাণ্ডের মূল হোতা মুয়াজ্জিন জাকির হোসেনকে গ্রেফতার করেছে র‍্যাব। পরিবারের সদস্যদের সন্দেহ এবং এলাকাবাসীর তথ্যের ভিত্তিতেই শনাক্ত করা হয় হত্যাকারীকে। র‍্যাব জানিয়েছেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকারও করেছে জাকির হোসেন।

র‍্যাব জানায়, কমদামে গরু কিনে দেয়ার শর্তে নিহত রমিজউদ্দীনের পরিচয় হয় মুয়াজ্জিন জাকির হোসেনের সাথে। সে অনুযায়ী গত ২ অক্টোবর রাতে কিশোরগঞ্জের কটিয়াদীতে যান ৬ লাখ টাকা নিয়ে। কিন্তু তাকে খুন করে সাথে থাকা টাকা লুটে নেয় জাকির। ঘটনার প্রায় আড়াই মাস পর লক্ষীপুরের রামগতী থেকে তাকে গ্রেফতার করা হয়। খুনের ঘটনা লুকাতে ৩ অক্টোবর সকালেও মসজিদে আযান দেয় মুয়াজ্জিন জাকির অংশ নেয় নামাজে।

র‍্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন জানান, খুন করার পর সে গোসল করে মসজিদে যান। সেখানে আজান দেন। এরপর এলাকায় খোঁজখবর রাখেন ওই হত্যাকাণ্ড নিয়ে কোনো ধরনের আলোচনা হচ্ছে কিনা।

তিনি আরও জানান, নিহত রমিজ উদ্দীনের ব্যাংক হিসাবের লেনদেন এবং মূল হোতা জাকিরের এলাকা ছাড়ার ঘটনা থেকেই সন্দেহের শুরু। তবে যেহেতু সে চিল্লাতে ছিল তাই তার অবস্থান শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হয়েছে। কারণ, চিল্লায় যারা যায় তারা সর্বদা তাদের অবস্থান বদল করেন।

টাকার জন্য গত দুই মাস ধরেই রমিজকে খুনের জন্য জাকির পরিকল্পনা করছিলো বলেও জানানো হয় র‍্যাবের পক্ষ থেকে। এছাড়া লুটের ৬ লাখের ১ লাখ টাকা বিভিন্ন খাতে খরচের কথাও জানিয়েছে মূল হোতা জাকির।

Exit mobile version