Site icon Jamuna Television

হেফাজত নেতাদের সম্পদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে

ফাইল ছবি।

হেফাজত নেতাদের তথ্য চেয়ে ১৯টি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছিল, এরমধ্যে ১৭টি প্রতিষ্ঠান থেকে আয়-ব্যয়ের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিদায়ী সচিব আনোয়ার হোসেন হাওলাদার।

বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বিদায়ী সচিব বলেন, হেফাজতে ইসলামের বিভিন্ন ব্যাক্তির সম্পদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তথ্য পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। কিছু কিছু তথ্য পাওয়া গেছে। তবে এখনও উল্লেখযোগ্য তথ্য হাতে আসেনি বলেও জানান তিনি।

আনোয়ার হোসেন হাওলাদার আরও বলেন, বিদেশে অর্থপাচার সক্রান্ত চিঠি পাঠিয়ে তথ্য পাওয়া যায় না এমন কথা জাতিসংঘের দুর্নীতি বিরোধী সংস্থাকেও জানানো হবে।

Exit mobile version