Site icon Jamuna Television

ইংলিশ কাউন্টিতে কোচ হিসেবে নিয়োগ পেলেন ডেসকাট

ছবি: সংগৃহীত।

ইংলিশ কাউন্টিতে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নেদারল্যান্ডসের সাবেক অলরাউন্ডার রায়ান টেন ডেসকাট। আগামী জানুয়ারিতে কাউন্টি দল কেন্ট’র কোচিং স্টাফে দেখা যাবে এই ডাচ তারকাকে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ। চলতি বছরেই সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান রায়ান টেন ডেসকাট। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর নতুন পরিচয়ে ফিরছেন তিনি।

২০০৬ সালে অভিষেকের পর নেদারল্যান্ডসের হয়ে খেলেন ৩৩টি ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি। ওয়ানডেতে ঈর্ষণীয় ৬৭ এভারেজে ডেসকাটের মোট রান ১৫৪১। যেখানে ৫টি সেঞ্চুরির পাশাপাশি তার হাফ সেঞ্চুরি আছে ৯টি। টি-টোয়েন্টিতে খেলা ২৪ ম্যাচে ৪১ গড়ে ডেসকাটের রান ৫৩৩। যেখানে তার আছে ৩টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে উইকেট নিয়েছেন ৫৫টি ও টি-টোয়েন্টিতে তার সংগ্রহ ১৩টি উইকেট। এছাড়া বিপিএল, আইপিএল, সিপিএল, কাউন্টিসহ বিশ্বের নামিদামি সব লিগে খেলেছেন ড্যাসকাট।

আরও পড়ুন: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে দেখা করলেন সাকিব

জেডআই/

Exit mobile version