Site icon Jamuna Television

নাইজেরিয়ায় কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে নিহত ৪৫

ছবি: সংগৃহীত।

নাইজেরিয়ার নাসারাওয়া রাজ্যে কৃষক ও পশুপালকের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৪৫ জন কৃষক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদু বাহারির দফতর থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, সংঘর্ষে কমপক্ষে ৪৫ জন কৃষকের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে আরও অনেকে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এ ঘটনাকে বর্বর এবং অর্থহীন উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, রক্তক্ষয়ী এই সংঘর্ষের সাথে জড়িতদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে চেষ্টার কোনো ত্রুটি রাখবে না তার সরকার।

আরও পড়ুন: শুধু ডলারের লোভেই যুদ্ধ করেছে পাকিস্তান: ইমরান খান

স্থানীয় পুলিশ জানিয়েছে, একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সশস্ত্র ফুলানি পশুপালকরা গ্রামের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর হামলা চালায়। এর পর থেকেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং তা রোববার (১৯ ডিসেম্বর) পর্যন্ত চলে। সংঘর্ষের সাথে জড়িতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ।

Exit mobile version