Site icon Jamuna Television

সমুদ্রে ১২ ঘণ্টা সাঁতরে জীবন বাঁচালেন মন্ত্রী!

ছবি: সংগৃহীত।

মাদাগাস্কারের একজন মন্ত্রী বলেছেন, সমুদ্রে একটি উদ্ধার মিশনে যাওয়ার পর তাকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হলে তিনি ১২ ঘণ্টা সাঁতার কেটে তীরে পৌঁছান। পুলিশমন্ত্রী সার্জে গেলে বলেন, আমার এখনো মরার সময় হয়নি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সার্জের সাথে ওই হেলিকপ্টারে আরও দু’জন নিরাপত্তা কর্মকর্তা ছিলেন। তারাও সেই দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। মাদাগাস্কারের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে যাওয়ার পর তা পরিদর্শনে গিয়েছিলেন সার্জে। কর্মকর্তারা মঙ্গলবার (২১ ডিসেম্বর) জানান, ওই দুর্ঘটনায় কমপক্ষে ৩৯ জনের মৃত্যু হয়েছে।

ওই দুর্ঘটনার পর শোক প্রকাশ করে টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রে রাজোলিনা। এদিকে দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর সার্জে এবং ওই দুই কর্মকর্তাকে সমুদ্র নিকটবর্তী শহর মাহামবোতে পৌঁছান। সার্জেকে বহনকারী হেলিকপ্টারে কেন দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। তবে দুর্ঘটনার পর ৫৭ বছর বয়সী সার্জে সোমবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টা থেকে পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত সাঁতার কেটে মাহামবোতে পৌঁছান।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বন্যার সময় সুপারশপে পণ্য লুটপাট; বাংলাদেশিসহ গ্রেফতার ৩১

তিনি কোনো আঘাত পাননি বলে জানান সার্জে। তবে তার ঠাণ্ডা অনুভূত হচ্ছে বলে জানান মাদাস্কারের এই মন্ত্রী।

Exit mobile version