Site icon Jamuna Television

এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরা‍য়েলি সেনারা

ছবি: সংগৃহীত

পশ্চিমতীরের জেনিন শহরে ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে সন্ত্রাসী হামলা ঠেকাতে গিয়ে ওই ঘটনা ঘটেছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ ডিসেম্বর) মধ্যরাতে জেনিনে এক ইসরাইলি সেনার গাড়িকে সজোরে ধাক্কা মারে ফিলিস্তিনি ওই যুবকের গাড়ি। সঙ্গে সঙ্গে ফিলিস্তিনি ওই যুবককে গুলি করে ইসরায়েলি সেনা। এতে প্রাণ হারান ওই যুবক।

ফিলিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে।

আরও পড়ুন- পালিয়েছে জামাই-শাশুড়ি, থানায় অভিযোগ বাবা-মেয়ের

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, জেনিনের এক চেকপোস্টে একটি সন্ত্রাসী হামলা প্রতিহত করা হয়েছে। এ সময় সেনাসদস্যের গুলিতে হামলাকারী নিহত হয়েছে।

এনবি/

Exit mobile version