Site icon Jamuna Television

‘পঞ্চপান্ডব’ প্রসঙ্গ আসলে আমার নামই প্রথমে আসবে: সাকিব

‘পঞ্চপান্ডব’ প্রসঙ্গ আসলে নিজের নামই প্রথমে আসবে। সেটি কেউ অস্বীকার করতে পারবে না। তাছাড়া জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিয়েছেন। এমনটাই মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ বুধবার (২২ ডিসেম্বর) যমুনা টিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দেশের সেরা এ ক্রিকেটার।

অধিনায়কত্ব পেতে চান কি-না এমন প্রশ্ন করা হলে সাকিব বলেন, অধিনায়কত্ব পাওয়া আমার জন্য স্বপ্ন, বিষয়টা এমন না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি মনে করে আমি অধিনায়কত্ব করলে দলের জন্য ভাল হবে তাহলে সেটি ভেবে দেখব। সবকিছু আসলে আলোচনার ওপর নির্ভর করবে। দলের পরিস্থিতির ওপরও এগুলো নির্ভর করবে। যদি বিসিবির এমন মনে হয় যে আমি অধিনায়কত্ব করলে ভালো কিছু করা সম্ভব হবে, তখন বিষয়টি ভেবে দেখা যাবে।

আরও পড়ুন: ভারতকে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ

বাংলাদেশের বারবার কোচ বদল সম্পর্কে সাকিব বলেন, স্টুয়ার্ট ল’ গেলে সমস্যার সমাধান হয়ে যাবে, জেমি সিডন্স গেলে সমস্যার সমাধান হয়ে যাবে। বিষয়টা আসলে এমন না। বাংলাদেশের সমস্যা অন্য জায়গায়।

জেডআই/

Exit mobile version