Site icon Jamuna Television

করোনা টিকার সনদ না দেখালে বেতন পাবে না সরকারি চাকরিজীবীরা

ছবি: সংগৃহীত।

করোনা টিকার সনদ জমা না দিলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন না বলে জানিয়েছে ভারতের পাঞ্জাবের প্রাদেশিক সরকার।

বুধবার (২২ ডিসেম্বর) পাঞ্জাবের প্রাদেশিক সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

বিবৃতিতে বলা হয়েছে, বেতন পেতে হলে সরকারি কর্মীদের এক কিংবা দুই ডোজ করোনা টিকা নেয়ার সনদ পাঞ্জাব সরকারের জব পোর্টালে আপলোড করতে হবে। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যেই ভারতের পাঞ্জাব সরকার এই সিদ্ধান্তের কথা জানাল।

ভারতে এ পর্যন্ত ২১০ জনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। ওমিক্রন আক্রান্ত ৯০ জন সুস্থ হয়ে গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে।

করোনা মহামারির নতুন ধরন ওমিক্রন বিশ্বের ১০৬ দেশে ছড়িয়ে পড়েছে। ইউরোপের বেশ কিছু দেশে এটি বর্তমানে তাণ্ডব দেখাচ্ছে। সুইডেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। অন্যান্য দেশে এটি ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আরও পড়ুনএবার করোনার টিকার চতুর্থ ডোজ দেবে ইসরায়েল

গত সপ্তাহে ইউরোপ ও মধ্য এশিয়ায় কোভিডে ২৭ হাজার মৃত্যু হয়েছে। ২৬ লাখ নতুন সংক্রমণ ধরা পড়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও ওমিক্রন ভয়াবহ। গত বছরের এই সময়ের চেয়েও এবার ইউরোপে সংক্রমণের হার ৪০ শতাংশ বেশি।

এনবি/

Exit mobile version