Site icon Jamuna Television

বিক্ষোভে সমাপ্ত ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন

নির্ধারিত সময়ের একদিন আগেই আজ বুধবার (২২ ডিসেম্বর) ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশন সমাপ্ত ঘোষণা করা হয়েছে। টানা তিন সপ্তাহ ধরে ভারতীয় সংসদের উভয় কক্ষে সরকারবিরোধীরা বিক্ষোভ করলে কার্যত অচল হয়ে পড়ছিল সংসদ। তাই এমন সিদ্ধান্ত।

বিরোধীরা সরব থাকলেও এ অধিবেশনে ১১টি বিল পাশ করেছে মোদি সরকার। যদিও কোনো বিল নিয়েই খোলামেলা আলোচনা করা হয়নি।

এবারের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে আলোচিত ছিল তিনটি কৃষি আইন বাতিলসংক্রান্ত বিলটি। এছাড়া মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করা এবং ভোটার কার্ডের সঙ্গে রাষ্ট্রীয় পরিচয়পত্র বা আধার কার্ডের সংযুক্তকরণ বিল নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে।

ভারতীয় সংসদের সর্বশেষ বর্ষাকালীন অধিবেশনও বিরোধীদের লাগাতার বিক্ষোভের মুখে পড়েছিল। ওই সময় বিক্ষোভ দেখানোর অপরাধে রাজ্যসভার বিরোধী দলের ১২ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এবারের অধিবেশনের শুরু থেকেই বরখাস্তের নির্দেশনা প্রত্যাহারের দাবিতে বিরোধীরা একজোট হয়ে প্রতিবাদ জানায়। কিন্তু সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়নি, বরং গতকাল মঙ্গলবার নতুন করে সাময়িক বরখাস্ত করা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা ডেরেক ও’ব্রায়ানকে।

Exit mobile version