Site icon Jamuna Television

টেক্সাসে বন্দুকধারীর হামলায় নিহত ৭

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক বাড়িতে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত ৭ জন। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারায় ঐ হামলাকারী।

পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার রাতে প্লানো এলাকায় ঘটে গোলাগুলির এই ঘটনা। প্রতিবেশীর ফোন পেয়ে পুলিশ সেখানে পৌঁছে, গুলি করে সন্দেহভাজনকে। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়িটি ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। হামলার কারণ জানতে চলছে তদন্ত। এক প্রত্যাক্ষদর্শী পুলিশকে জানান, গোলাগুলির আগে বাড়িটিতে তর্ক করছিলেন দুই নারী-পুরুষ। এর কিছুক্ষণ পরই শোনা যায় গুলির শব্দ।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version