Site icon Jamuna Television

বঙ্গভবনে যা খেলেন জাসদ নেতারা

নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে সবজি, মিষ্টির মতো বাঙালিয়ানা খাবার দিয়ে বঙ্গভবনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতাদের আপ্যায়ন করা হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) যমুনা টেলিভিশনের আমজনতা অনুষ্ঠানের ‘সংলাপ ও সংঘর্ষ’ শিরোনামের পর্বে জাসদের স্থায়ী কমিটির সদস্য মোশারফ হোসেন যুক্ত হয়ে এ কথা জানান।

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাসদ। ইসি গঠনের জন্য রাষ্ট্রপতির ডাকা সংলাপে এই রাজনৈতিক দলের ছয় সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল বুধবার বিকেলে বঙ্গভবনে যান। জাসদের প্রতিনিধি দলে ছিলেন হাসানুল হক ইনু, শিরীন আখতার, রবিউল আলম, মীর হোসাইন আক্তার, মোশারফ হোসেন, শাহ জিকরুল আহমেদ ও রেজাউল করিম তানসেন।

Exit mobile version