Site icon Jamuna Television

ছবি আদান-প্রদানে নতুন ফিচার আনলো ইমো

ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ ‘ইমো’ ছবি শেয়ার ও ভয়েস ম্যাসেজের জন্য নতুন ফিচার চালু করেছে। এক বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, ব্যবহারকারীদের ফিডব্যাকের ওপর ভিত্তি করে ইমো ছবি শেয়ারের দুটি নতুন অপশন যুক্ত করেছে। সর্বাধিক ডেফিনিশনের সাথে ‘অরিজিনাল ইমেজ’ এবং মাঝারি ডেফিনিশনের সাথে ‘হাই কোয়ালিটি’ অপশন যুক্ত করেছে। এছাড়া ইমো বিদ্যমান ‘ডেটা সেভার’ মোডের জন্য ছবির ডেফিনিশন আরও উন্নত করার পেছনে কাজ করেছে। এখন পর্যন্ত ইমো মানের ভিত্তিতে ছবি শেয়ারের তিনটি অপশন রয়েছে।

পাশাপাশি ব্যবহারকারীদের সুবিধার্থে উদ্ভাবনী ভয়েস ম্যাসেজিং রিসিভার ফাংশন নিয়ে আসছে ইমো। ভয়েস ম্যাসেজ চালানোর সময় ইমো ব্যবহারকারীরা ম্যানুয়ালভাবে ‘ইয়ার স্পিকার’ মোড বেছে নিতে পারেন। এই ফিচারের মাধ্যমে যারা অন্যদের সামনে জোরে ভয়েস ম্যাসেজ শুনতে চান না তারা সুবিধা পাবেন। অন্যান্য ফিচারের মধ্যে ভয়েস ম্যাসেজিং ফাংশনটি ইতোমধ্যে ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

‘ক্লিক টু সেন্ড’ নামের নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ভয়েস ম্যাসেজ পাঠাতে মাইক্রোফোন বাটনে ক্লিক করে রেকর্ডিং শুরু করতে এবং আরেকটি ক্লিকের মাধ্যমে রেকর্ডিং বন্ধ করতে পারবেন। অর্থাৎ, ভয়েস ম্যাসেজ পাঠাতে ব্যবহারকারীদের মাইক্রোফোন বাটন ধরে রাখতে হবে না, যা তাদের স্বাচ্ছন্দ্য বাড়াবে।

এর আগে ইমো ‘সিক্রেট চ্যাট’ ফিচার চালু করে। ‘সিক্রেট চ্যাট’ এমন একটি সুবিধা যেটি ব্যবহারের ফলে ম্যাসেজ আদান প্রদানকারী দুজনের কেওই তাদের চ্যাটের কিছু ডাউনলোড, স্ক্রিনশট বা ভিডিও ধারণ করতে পারবে না। চ্যাট শেষ করলেই সাথে সাথে দুজনের সব চ্যাট তাৎক্ষণিকভাবে ডিলিটে বা মুছে যাবে। এই ফিচারে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীর তথ্যে থাকবে নিরাপদ। তাই ইমো ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে বিভিন্ন আলাপচারিতা আরও আস্থা ও নিরাপত্তার সাথে করতে পারবেন।

Exit mobile version