Site icon Jamuna Television

হবিগঞ্জে বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

হবিগঞ্জে বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে পুলিশ। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, হত্যা-দমনপীড়ন করে জনগণের দাবি ও আন্দোলন দমন করা যাবে না। সরকার পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতন করছে। জনগণের প্রতি সরকারের কোনো আস্থা নেই।

এ সময় হবিগঞ্জের পুলিশ সুপার ও ওসিদের অপসারণ করে তাদের বিচার দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

ইউএইচ/

Exit mobile version