Site icon Jamuna Television

চলে গেলেন ডা. চৌধুরী হাসান মাহমুদ

বিশিষ্ট শিল্পপতি ডা. চৌধুরী হাসান মাহমুদ।

জিএমই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি, উদ্যোক্তা ডা. চৌধুরী হাসান মাহমুদ আর নেই। মঙ্গলবার রাত আটটার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।

হাসান মাহমুদ দেশের স্বাস্থ্য খাতে বিশেষত প্রাথমিক মেডিকেল মেশিনারিজ আমদানি, বিতরণ, বাজারজাতকরণ এবং উন্নতমানের মেডিকেল ডিভাইস উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এছাড়া অ্যাগ্রো কেমিক্যালস, গবাদি পশু, মুদ্রণ শিল্পেও ভূমিকা রয়েছে চৌধুরী হাসান মাহমুদের। তিনি ছিলেন একাধিক শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তাও।

ইউএইচ/

Exit mobile version