Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে দশম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও শহরে দশম শ্রেণির এক ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আহত হয়েছেন আরও দুই শিক্ষার্থী।

বুধবার সন্ধ্যার পর শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।

পরিবারের লোকজন জানায়, বুধবার রাতে চা খেয়ে বিসিক শিল্পনগরী এলাকা থেকে ফিরছিল মেহেদীসহ তিনজন। পথে তাদের বেধড়ক পেটায় কয়েকজন। একপর্যায়ে মেহেদীকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে দুর্বৃত্তরা।

এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তিনজনকে সদর হাসপাতালে নেয়ার পর মেহেদীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

ইউএইচ/

Exit mobile version