Site icon Jamuna Television

নরসিংদীতে মামলা তুলে নিতে পিস্তল ঠেকিয়ে শিক্ষককে অপহরণ চেষ্টার অভিযোগ

ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

মামলা তুলে নিতে পিস্তল ঠেকিয়ে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। রায়পুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই প্রধান শিক্ষক।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, প্রতিদিনের মতই রায়পুরা উপজেলার শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন প্রধান শিক্ষক মোকাদ্দেছ মিয়া। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে সমাপনী প্রত্যয়নপত্র প্রস্তুতকালে ছাত্রছাত্রীদের ডাকতে বিদ্যালয়ের নিচে নামছিলেন। এসময় আগে থেকেই ওঁৎপেতে থাকা রায়পুরা উপজেলার শ্রীনগর এলাকার আবুল কাসেমের ছেলে কবির হোসেন (৩৮) ও একই এলাকার জাহাঙ্গীর হোসেন সামনে দাঁড়ায় এবং তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এরপর কবির হোসেন ওই প্রধান শিক্ষকের মাথায় পিস্তল ঠেকিয়ে তার কাছে থাকা মোবাইল ফোনটি নিয়ে যায়। কবিরের সহযোগী জাহাঙ্গীর তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এবং জমি সংক্রান্ত মামলা তুলে না নিলে খলিল মিয়া তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

পরে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। এ ঘটনার পর রায়পুরা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই প্রধান শিক্ষক।

এ বিষয়ে শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেছ মিয়া বলেন, রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে আমাদের পৈত্রিক সম্পত্তির ৪০ শতাংশ জমি। কবির হোসেন গং এই জমি তাদের বলে দাবি করে এবং জোরপূর্বক মাটি ভরাট করে। এ ঘটনায় আমি ২০১৯ সালে এডিএম কোর্টে ১৪৫ মামলা করি এবং ২০২১ সালে জজকোর্টের আমলি আদালতে একটি সিআর মামলা দায়ের করি। পরে আদালত আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে ও কবিরের ভাই আক্তার হোসেন গ্রেফতার হয়। জামিনে বের হয়ে আমাকে হত্যার চেষ্টা করে তারা।

আরও পড়ুনস্বামীর সাথে ধাক্কা লাগায় স্ত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি । জমি সংক্রান্ত বিরোধের কথা শুনেছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনবি/

Exit mobile version