ছবি: সংগৃহীত।
ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় আদালত চত্বরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা আদালতের তৃতীয়তলায় এ বিস্ফোরণ হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, আদালত চত্বরে এ বিস্ফোরণে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।
বিস্ফোরণস্থল থেকে হুড়োহুড়ি করে বেরিয়ে আসার সময় পদদলিত হয়ে অসংখ্য মানুষ আহত হয়েছেন। কীভাবে বিস্ফোরণ হয়েছে, সে বিষয়ে আপাতত পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। বিস্ফোরণের পরপরই লুধিয়ানা জেলা পুলিশ ও স্থানীয় থানার বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে যায়। ওই এলাকা থেকে মানুষদের সরিয়ে দেয়া হয়েছে। কারা এবং কী কারণে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
আরও পড়ুন: রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানিয়েছে মিশরীয় গবেষণা সংস্থা
Leave a reply