Site icon Jamuna Television

শ্বশুরের কথা রাখলেন না শাহিন আফ্রিদি

ছবি: সংগৃহীত।

আফ্রিদির বড় মেয়ে আকসাকে বিয়ে করতে চলেছেন পাকিস্তানের বর্তমান দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। অর্থাৎ সিনিয়র আফ্রিদির জামাই হতে চলেছেন জুনিয়র আফ্রিদি। কিন্তু ক্রিকেটের বেলায় ‘জামাই’ কে ন্যূনতম ছেড়ে কথা বলেন না শহিদ আফ্রিদি। ‘শ্বশুর’ থেকে বাড়তি প্রশংসাও পান না শাহিন। এবার জানা গেল, শাহিনকে দলের অধিনায়ক হিসেবেও দেখতে চান না আফ্রিদি।

শাহিনকে অধিনায়কত্ব নিতে মানা করে দিয়েছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। কিন্তু নিজের হবু স্ত্রীর বাবার কথা শোনেননি বাঁহাতি পেসার শাহিন, এরই মধ্যে নিয়েছেন অধিনায়কত্ব। দ্য নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে লাহোর কালান্দার্সকে নেতৃত্ব দেবেন শাহিন। এর আগে দলটির নেতৃত্বে ছিলেন সোহেল আখতার।

২১ বছর বয়সি শাহিনকে অধিনায়কত্ব নিতে মানা করে শহিদ আফ্রিদি বলেছেন, আমি শাহিনকে বলেছি অধিনায়কত্ব নেয়ার আগে আরও ১-২ বছর অপেক্ষা করতে। যাতে সে নিজের বোলিংয়ে আরও মনোযোগ দিতে পারে। তবে সেও একজন আফ্রিদি। তাই আমার কথা শোনেনি।

আরও পড়ুন: ‘পঞ্চপান্ডব’ প্রসঙ্গ আসলে আমার নামই প্রথমে আসবে: সাকিব

কথা না শোনায় অবশ্য অতোটা রাগ করেননি শ্বশুর। আফ্রিদি বলেন, আমি খুশি যে সে দায়িত্বটা নিয়েছে এবং আশা করি আমাকে সে ভুল প্রমাণ করবে। শাহিন আফ্রিদির অবশ্য অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। সবশেষ ২০১৬ সালে অনূর্ধ্ব-১৬ পিসিবি ক্রিকেট স্টারস টুর্নামেন্টে অধিনায়কত্ব করেছিলেন শাহিন। প্রায় পাঁচ বছর পর দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি।

Exit mobile version