রাঙ্গামাটির রাজস্থলী থেকে বিপুল পরিমাণ অবৈধ সেগুন, রদ্দা ও গোল কাঠ জব্দ করেছে সেনাবাহিনী।
বুধবার (২২ ডিসেম্বর) রাতে গোপন সংবাদ পেয়ে রাঙ্গামাটি রাইখালী ও বাঙ্গালহালিয়া সীমান্তবর্তী এলাকার নারাছড়ায় অভিযান চালায় সেনাবাহিনী। পরে পাচারের উদ্দেশে আনা সেগুন রদ্দা ও গোল কাঠের ৩টি মিনি ট্রাক জব্দ করা হয়।
সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। আটক করা কাঠের মূল্য প্রায় ১৫ লাখ টাকা। কাঠগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এডব্লিউ
Leave a reply