Site icon Jamuna Television

কলকাতার মেয়র হলেন ফিরহাদ হাকিম

ফিরহাদ হাকিম। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পৌরসভার মেয়র হলেন তৃণমূল কংগ্রেসের জনপ্রিয় মুখ ফিরহাদ হাকিম। আর ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন অতীন ঘোষ ও চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পেয়েছেন মালা রায়।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দলের ১৩৪ জন জয়ী কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার মহারাষ্ট্র নিবাসে দুপুর ২টায় হয় সেই বৈঠক। সেখানেই ঠিক হয় নতুন মেয়রের নাম।

মেয়র হিসেবে দায়িত্ব পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেন ফিরহাদ হাকিম। এ বিষয়ে ফিরহাদ বলেন, উনি বলেছেন, ভালোভাবে কাজ করো।

মেয়র হিসেবে প্রথমেই কোন কাজটি করতে চান? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফিরহাদ বললেন, আমার প্রথম লক্ষ্য হবে ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছি, তার প্রত্যেকটি পালন করা।
আরও পড়ুন: পাঞ্জাব আদালতে বোমা বিস্ফোরণ, নিহত ২
ফিরহাদ হাকিমকে দায়িত্ব দেয়ার প্রসঙ্গে মমতা বলেন, ভালো কাজ করলে দল দেখবে। এখানে কোনো ব্যক্তিগত লবি নেই। তৃণমূলে একটাই লবি দল। একটাই নেতা মা-মাটি-মানুষ।

ইউএইচ/

Exit mobile version