Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় নোরার গাড়ি, দিতে হলো জরিমানা

নোরা ফাতেহি। ছবি: সংগৃহীত।

মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার সম্মুখীন নোরা ফাতেহির গাড়ি। মাঝ রাস্তায় দাঁড় করিয়ে নেয়া হল জরিমানা।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় একটি অটোরিকশাকে ধাক্কা মারে নোরা ফাতেহির গাড়ি। সে সময়ে অভিনেত্রী তার গাড়িতে ছিলেন না। গুরু রন্ধওয়ার সঙ্গে তার নতুন গান ‘ডান্স মেরি রানি’র প্রচার অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, আচমকাই অটোরিকশাকে ধাক্কা দেয় নোরার গাড়ি। ঘটনাটি ঘটতেই ভিড় জমে। স্থানীয়রা নোরার গাড়িচালকের কলার ধরে নামিয়ে আনে। এরপর ক্ষতিপূরণ হিসেবে সেই অটোচালকের হাতে এক হাজার টাকা দিতে হয় তাকে। তারপরেই নোরার গাড়িচালককে ঘটনাস্থল থেকে যেতে দেয় এলাকাবাসী। এই ঘটনা নিয়ে যদিও কোনও মন্তব্য করেননি নোরা।

আরও পড়ুন- নোরা ফাতেহির সাথে বিতর্কিত ব্যবসায়ীর কথোপকথন ফাঁস!

কিছুদিন ধরে অন্য এক কারণেও আলোচনার কেন্দ্রে এই অভিনেত্রী। ২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার ‘বন্ধুত্ব’ শিরোনামে এনেছে নায়িকাকে। তাকে খুশি করতে বিএমডব্লিউ উপহার দিয়েছিল সুকেশ। এছাড়া তার স্ত্রী লীনা মারিয়া পলের কাছ থেকে একটি দামি ব্যাগ এবং আইফোন পেয়েছিলেন নোরা। এই দীর্ঘ তালিকার একটি জিনিসেও আর নায়িকার মালিকানা থাকবে না বলে জানিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

Exit mobile version