Site icon Jamuna Television

বাইডেন করোনা নেগেটিভ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। বুধবার হোয়াইট হাউজ নিশ্চিত করেছে এ তথ্য।

সম্প্রতি হোয়াইট হাউজের একাধিক কর্মকর্তার শরীরে করোনা শনাক্ত হয়। যাদের সংস্পর্শে এসেছিলেন বাইডেন।

সবশেষ গত শুক্রবার, এয়ার ফোর্স ওয়ানে এক কর্মকর্তার সাথে প্রায় আধা ঘণ্টা সময় কাটান মার্কিন প্রেসিডেন্ট। ওই সফরের পরপরই করোনা পজিটিভ হন ওই ব্যক্তি। যদিও টিকার বুস্টার ডোজ নিয়েছিলেন তিনি।

এরপর কয়েক দফায় নমুনা পরীক্ষা করান মার্কিন প্রেসিডেন্ট। অ্যান্টিজেন টেস্টসহ পিসিআর টেস্টেও এসেছে নেগেটিভ ফলাফল।

এদিকে ডব্লিউএইচও বলছে, বুস্টার ডোজের লক্ষ্য পূরণে ধনী দেশগুলোর অতিরিক্ত ভ্যাকসিন সংগ্রহের প্রবণতা প্রকট করছে টিকা বৈষম্য, দীর্ঘস্থায়ী করছে মহামারি। প্রতিবেদনটি পড়ুন এখানে

/এডব্লিউ

Exit mobile version