Site icon Jamuna Television

টেলিভিশনের জন্য স্ত্রীকে খুন

ছবি: সংগৃহীত।

পারিবারিক বিষয় নিয়ে কলহের এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ভারতের মুম্বাইয়ের একটি আদালত। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এ রায় দেয় মুম্বাইয়ের আদালত। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দিয়েছেন। ২০১৬ সালে এ ঘটনা ঘটে। বিচারক উর্মিলা জোসি এইপিসি ধারায় তাকে অপরাধী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মামলার শুনানি অনুযায়ী, ৪২ বছরের ওই ব্যক্তি ছিল মাদকাসক্ত। মাদক খাওয়ার জন্য প্রতিদিন স্ত্রীর কাছে টাকা চাইতেন। এর মধ্যে স্ত্রী একজন ব্যক্তির কাজ থেকে পুরাতন একটি টেলিভিশন ক্রয় করেছিলেন। বিক্রতা এর টাকা নিতে আসলে ওইদিনই এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ঘুড়ি দিয়ে নৌকা চালিয়ে আটলান্টিক পাড়ি!

বাদীপক্ষের আইনজীবী বলেন, বিক্রেতাকে স্ত্রী বলেন, টাকা তার স্বামী খরচ করে ফেলেছেন। এরপই স্বামী তাকে রান্না ঘরে নিয়ে ধারালো ছুরি দিয়ে উপর্যপুরি কোপাতে থাকে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পুলিশ স্বামীকে গ্রেফতার করে। এ ঘটনায় আদালত টিভি বিক্রেতা, প্রতিবেশীসহ প্রত্যক্ষদর্শী ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ করে।

Exit mobile version