Site icon Jamuna Television

অনলাইনে মোবাইল অর্ডার করে পেলেন মাটির ডেলা

ছবি: সংগৃহীত।

অনলাইনে কিনলে ৫০ শতাংশ ছাড়! এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? হাজার তিনেক টাকায় মোবাইল বুক করেছিলেন। কিন্তু পার্সেল করে বাড়িতে পাঠানো হলো মাটির ডেলা! প্রতারণার শিকার হলেন ভারতের জলপাইগুড়ির এক যুবক।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, জলপাইগুড়ি সদর ব্লকের কুকুরজান এলাকার বাসিন্দা বিজয় দেবনাথ। স্থানীয় একটি চা বাগানে কাজ করেন তিনি। দিন কয়েক আগে একটি অচেনা নম্বর থেকে একটি ফোন পান বিজয়। তার দাবি, ওই মোবাইল নম্বরটি দিল্লির। যিনি ফোন করেছিলেন, তিনি ৫০ শতাংশ ছাড়ে মোবাইল বিক্রির কথা বলেছিলেন।

শর্ত একটাই, মোবাইল কিনতে হবে অনলাইনে। সেই মতো ৩ হাজার ৩০০ টাকা দিয়ে মোবাইল বুক করেন বিজয়।   পরদিনই সকালে পার্সেল আসে জলপাইগুড়ি সদর ব্লকের ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসে। বাড়ি থেকে দূরত্ব অনেকটাই। খবর পেয়ে পোস্ট অফিসে চলে যান বিজয়।  

আরও পড়ুন: ফ্রি খাবার না দেয়ায় রেস্টুরেন্ট ম্যানেজারকে পেটালেন পুলিশ কর্মকর্তা

পার্সেলটি খোলার পরে চক্ষু চড়কগাছ! কোথায় মোবাইল? পার্সেলে রয়েছে মাটির ডেলা! ডেঙ্গুয়াঝাড় পোস্ট অফিসের এক কর্মকর্তা জানিয়েছেন, টাকা ফিরিয়ে দেয়ার নিয়ম নেই। তবে, লিখিত অভিযোগ জমা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Exit mobile version