Site icon Jamuna Television

ফেব্রুয়ারিতে বসবে আইপিএলের নতুন মৌসুমের নিলাম

ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের সূচি নিশ্চিত করেছে আসরটির কর্তৃপক্ষ। আগামী বছরের ১২ ও ১৩ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এই নিলাম। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে এবারের নিলাম আয়োজন।

২০২২ সালে অনুষ্ঠিত হবে আইপিএলের ১৫তম আসর। এবার টুর্নামেন্ট নতুন দুই দল যুক্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে আহমেদাবাদ আর লখনৌ হতে যাচ্ছে নতুন দুই দল। দল চূড়ান্ত হবার ড্রাফট তালিকা থেকে তিন জন করে ক্রিকেটার বেছে নেবার পর জানুয়ারির মাঝামাঝিতে পূর্ণ তালিকা প্রকাশ করবে বিসিসিআই। পুরাতন ফ্র্যাঞ্চাইজিগুলোর মতো নতুন দুই ফ্র্যাঞ্চাইজিও খবর করতে পারবে সর্বোচ্চ ৯০ কোটি রুপি।

এ বিষয়ে বিসিসিআই অফিসিয়ালরা জানিয়েছেন, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডের সঙ্গে নিলামের দিন সাংঘর্ষিক হলেও এটি চূড়ান্ত। নিলাম প্রক্রিয়ায় ম্যাচটি কোনো প্রভাব ফেলবে না বলে ফ্র্যাঞ্চাইজিদের নিশ্চিত করেছে বোর্ড। ম্যাচ ও নিলাম পরিকল্পনামাফিক হবে।

Exit mobile version