Site icon Jamuna Television

সিরিয়ায় শরণার্থীদের তাবু খাটানোয় ব্যবহৃত হচ্ছে গির্জার পাথর

সংগৃহীত ছবি

শরণার্থীদের চাপের কারণে হুমকির মুখে পড়েছে সিরিয়ার ঐতিহাসিক স্থাপনা ক্বালব লাজাহর গির্জা। যুদ্ধ-সংঘাতের কারণে তুরস্ক সীমান্তবর্তী এলাকাটিতে ঠাঁই নিয়েছেন কয়েকশ শরণার্থী। প্রাচীন স্থাপনার বিভিন্ন অংশে আশ্রয় নিয়েছেন তারা। এমনকি গির্জার পাথর ব্যবহৃত হচ্ছে তাবু খাটানোর কাজে।

প্রায় ১ হাজার ৬শ বছর পুরনো গির্জাটি স্থাপিত হয় বাইজেন্টাইন আমলে। তুরস্ক সীমান্তঘেঁষা ক্বালব লাজাহ এলাকাটি বাইজেন্টাইন আমলের গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য বিখ্যাত।

ভুক্তভোগীরা বলছেন, তারা থাকতে চান না এখানে। খাবার এবং পানির তীব্র সংকট রয়েছে পুরো এলাকায়। তবে যুদ্ধ-সংঘাতের কারণে এখানেই থাকতে বাধ্য হচ্ছেন শরণার্থীরা।

সিরিয়ায় সংঘাতের কারণে বর্তমানে দেশটির প্রায় ২৮ লাখ মানুষ গৃহহীন।

Exit mobile version