Site icon Jamuna Television

বরখাস্ত মেয়র আব্বাসের বিরুদ্ধে আরও ২ মামলা

বরখাস্ত মেয়র আব্বাস আলী। ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর কাটাখালী পৌরসভার বরখাস্ত মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ডিজিটাল আইনে আরও দুটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে পৃথক দুই ব্যক্তি কাটাখালী থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এর ফলে বরখাস্ত মেয়র আব্বাসের বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়ালো তিনটি।

পুলিশের ভাষ্য মতে, হরিয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুশ বাদী হয়ে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলাটি দায়ের করেন। তার অভিযোগ, ২০১৯ সালের মার্চ মাসে তিনি নিজ জায়গায় মার্কেট নির্মাণ শুরু করলে আব্বাস তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় তিনি মার্কেট নির্মাণ করতে পারেননি।

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বাদী কাটাখালী পৌর যুবলীগের আহ্বায়ক জনি ইসলাম জনি অভিযোগ করেছেন, গত ২৩ নভেম্বর আব্বাসের ভাইরাল হওয়া অডিওতে আব্বাস রাজশাহীর মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটনকে উদ্দেশ্য করে অসম্মানজনক কটূক্তি করেছেন।
আরও পড়ুন: সিগারেটের আগুন থেকেই লঞ্চে আগুনের সূত্রপাত?

পুলিশ জানিয়েছে, এ দুটি মামলায় নতুন করে আব্বাসের গ্রেফতার দেখাতে আদালতে আবেদন করা হবে।

উল্লেখ্য, রাজশাহীর সিটি গেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে মামলা হয়। পরে জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে তাকে অব্যাহতি দেয় সংগঠন। এরপর গত ১০ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় আব্বাসকে সাময়িক বরখাস্ত করে। বর্তমানে আব্বাস রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

ইউএইচ/

Exit mobile version