Site icon Jamuna Television

ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়াকে গলাকেটে হত্যা করে রুবেল

ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধর্ষণে ব্যর্থ হয়ে তানিয়া আক্তার নামে এক তরুণীকে গলাকেটে হত্যার ঘটনায় প্রধান আসামি শাহপরান রুবেলকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকেলে তাকে খানপুর এলাকা থেকে গ্রেফতার করে র‍্যাবের একটি অভিযানিক দল। সে আইলপাড়া এলাকার আবুল খায়েরের ছেলে। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র‍্যাবের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, গত ১৪ ডিসেম্বর রাতে আইলপাড়ার শফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া তানিয়াকে তার বাসায় ধর্ষণের চেষ্টা করে রুবেল। এ সময় তানিয়া একটি ছুরি নিয়ে নিজেকে আত্মরক্ষা চেষ্টা করে। পরে পেছন দিক থেকে জাপটে ধরে ওই ছুরি দিয়ে প্রথমে তানিয়ার পেটে উপর্যুপরি আঘাত করার পর তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায় রুবেল।

তিনি বলেন, আসামি রুবেলের একাধিক স্ত্রী ছিল এবং সে পরনারীতে আসক্ত ছিল। পূর্বে তানিয়ার পিতার নিকট তানিয়াকে বিবাহের প্রস্তাব দেয় রুবেল, যা প্রত্যাখ্যান করে তার বাবা।

ইউএইচ/

Exit mobile version