Site icon Jamuna Television

নিজেদের মারামারির ঘটনা আড়াল করতে সরকারকে দোষারোপ করছে বিএনপি: তথ্যমন্ত্রী

ফাইল ছবি।

বিএনপি নিজেদের মারামারির ঘটনা আড়াল করতে সরকারকে দোষারোপ করছে বলে মন্তব্যে করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির দেশব্যাপী সমাবেশে বিভিন্ন জায়গায় নিজেরাই মারামারি করছে। তাদের মারামারির কারণে জনগণও আতঙ্কিত। এমনকি বিএনপির সভায় বিভিন্ন সময়ে যে হট্টগোল হয় তা ঠেকানোর জন্য মির্জা ফখরুলকে চিল্লাচিল্লি করতে হয়। একটি বড় রাজনৈতিক দলের মহাসচিবের সামনে যেভাবে বিশৃঙ্খলা হয়, সেটা তাদের জন্য লজ্জাজনক বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।

আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

Exit mobile version