Site icon Jamuna Television

বলিভিয়ায় ভয়াবহ বন্যা, ৮ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত লাতিন দেশ বলিভিয়া। টানা বৃষ্টিপাতে সৃষ্ট এ দুর্যোগে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন।

প্রবল ভূমিধসে ভেঙে পড়েছে ঘরবাড়ি, রাস্তাঘাটসহ বহু স্থাপনা। ধসের ঝুঁকিতে বেশ কিছু ভবন। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা পাজ শহর। প্রাণহানি এড়াতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে সেখানকার বহু বাসিন্দাদের। বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে বিপৎসীমার ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে বলিভিয়ার অবহাওয়া অফিস। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। লাতিন দেশটিতে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত স্থায়ী হয় বর্ষাকাল।

আরও পড়ুন: নাইজেরিয়ায় বিমান ঘাঁটির কাছে বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৫

ইউএইচ/

Exit mobile version