Site icon Jamuna Television

কিশোরগঞ্জে মেম্বার পদে লড়ছেন দৃষ্টিপ্রতিবন্ধী ফালু মিয়া

ইউনিয়ন পরিষদ থেকে অনেক চেষ্টার পরও ভাতার কার্ড কিংবা কোনো সহায়তা না পাওয়ার প্রতিবাদে নিজেই মেম্বার প্রার্থী হয়েছেন কিশোরগঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী ফালু মিয়া। জনপ্রতিনিধি হিসেবে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান তিনি। এরই মধ্যে এলাকায় বেশ সাড়া ফেলেছেন ফালু মিয়া, সাহস যোগাচ্ছেন এলাকাবাসীও।

জন্ম থেকেই চোখে দেখেন না ফালু মিয়া। নিজের এই শারীরিক সীমাবদ্ধতা নিয়েই মেম্বার প্রার্থী হয়েছেন কটিয়াদীর জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। চর নোয়াকান্দি গ্রামের বাসিন্দা তিনি।

জরাজীর্ণ একটি ঘরে বসবাস করেন ফালু মিয়া। খেয়ে না খেয়ে কাটে একেকটি দিন। তবুও ইউনিয়ন পরিষদ থেকে কোনো সহযোগিতা পাননি তিনি। তাই, প্রতিবাদস্বরূপ নিজেই ভোটে নেমেছেন। ভোটযুদ্ধে জয়ের প্রত্যাশা করছেন তিনি।

আরও পড়ুন: লঞ্চে অগ্নিকাণ্ড: নিহতদের পরিবার পাবে ২৫ হাজার টাকা

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে জালালপুর ইউনিয়নের ভোট। সেখানে ফালু মিয়ার প্রতীক ফুটবল। সেটা নিয়েও আছে অন্যরকম এক অভিজ্ঞতা। একজন দৃষ্টিপ্রতিবন্ধীর প্রার্থী হওয়ার খবরে তৈরি হয়েছে চাঞ্চল্য। পাশে থেকে পরিবার যেমন সাহস যোগাচ্ছে, তেমনি আছে এলাকাবাসীও।

এসজেড/

Exit mobile version