Site icon Jamuna Television

ব্যবসায়ীর আলমারি থেকে ১৭০ কোটি টাকা উদ্ধার

ছবি: সংগৃহীত

ঘরের মধ্যে যেদিকেই চোখ যায় সেদিকেই নোটের স্তূপ! পীযূষ জৈন নামে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৭০ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর বিভাগ। ঘটনাটি ঘটেছে ভারতের কানপুরে। একই সঙ্গে তল্লাশি চালানো হয়েছে তার একাধিক প্রতিষ্ঠানেও। খবর আনন্দবাজার পত্রিকার।

খবর বলা হয়, আয়কর বিভাগের কর্মকর্তারা প্রথমে পীযূষের বাড়িতে অভিযান চালান। সেখানেই উদ্ধার হয় প্রায় ১৭০ কোটি টাকা। পীযূষের সুগন্ধি দ্রব্যের ব্যবসা রয়েছে। সেই সঙ্গে তার কোল্ড স্টোর, পেট্রল পাম্পেরও ব্যবসা রয়েছে। মুম্বাইয়ে একটি শোরুমেরও মালিক তিনি।

কানপুরের আয়কর বিভাগের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, কর্মকর্তারা মাটিতে নোটের স্তূপের মধ্যে বসে মেশিনের সাহায্যে টাকা গুনছেন। আরেকটি ছবিতে দেখা যায়, পীযূষের বাড়ির আলমারি ভর্তি টাকা। নোট রাখা হয়েছে ছোট ছোট বাক্সে। হলুদ টেপ দিয়ে ওই বাক্সের মুখ বন্ধ করা।

আয়কর দফতর সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, শুক্রবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ১৭০ কোটি টাকার নোট উদ্ধার করা হয়েছে। তবে গণনা সম্পূর্ণ হয়নি। কানপুরের সঙ্গে মুম্বাইয়েও পীযূষের অফিসে তল্লাশি চালানো হচ্ছে। কর ফাঁকি দেয়ার অভিযোগে আয়কর বিভাগের কর্মকর্তারা এ অভিযান চালান।
আরও পড়ুন: গর্ভে ধারণ করেও মা পরিচয় নিয়ে বিব্রত ‘পুরুষ মা’

কর্মকর্তারা জানান, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া বিল দিয়ে জিনিস পাঠানো, ই-ওয়ে বিল ছাড়া জিনিস পাঠানোর অভিযোগ উঠেছিল। ভুয়া সংস্থার নামেও বিল তৈরি করার অভিযোগ ছিল। ৫০ হাজার টাকার ২০০টি এমন ভুয়া বিল পাওয়া গেছে বলে অভিযোগ পীযূষের প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

ইউএইচ/

Exit mobile version